ক্রীড়া প্রতিবেদক
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড বিপিএল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের স্বত্ব মালিকানায় আছে। বিপিএলে ফোকাস বাড়াতে আর সাথে নতুন বোলার খুঁজতেই দুই দিনব্যাপী সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট ২০২৩ আয়োজন করেছে।
আজ ইভেন্টের রেজিস্ট্রেশন সোমবার সিলেট জেলা স্টেডিয়াম রিকাবি বাজার সিলেটে অনুষ্ঠিত হয় এবং একটি ইতিবাচক সাড়া পেয়েছে বলে সিলেট স্ট্রাইকার্স এর পক্ষকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেটের আশেপাশের ৩৫০ জনেরও বেশি সুযোগ সন্ধানী ফাস্ট বোলার রেজিস্ট্রেশন বুথে উপস্থিত হয়েছে। যার মধ্যে প্রায় ২৮৪ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২৭ এবং ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে সিলেট আউটার স্টেডিয়াম, লাক্কাতুরাতে দুই দিনব্যাপী ইভেন্ট নিবন্ধন বুথ খোলা থাকবে।
হান্টের বিজয়ীরা ৬ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হতে যাওয়া ৯ম বিপিএল টি-টোয়েন্টি সেটের সময় সিলেট স্ট্রাইকার্স নেটে বোলিং করার এবং কোচিং প্যানেল এবং দেশ-বিদেশের ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে।
বিজয়ীরা বাংলাদেশের প্রাক্তন ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত এবং তাপস বৈশ্যের সাথে একটি ভার্চুয়াল সেশনে অংশ নেবেন।
সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ এবং কোচিং প্যানেলের সদস্য সৈয়দ রাসেল ও রাসেল আহমেদ বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন।
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সারওয়ার গোলাম চৌধুরীসহ অন্যান্য পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সূত্র : সিলেট স্ট্রাইকার্স (বিপিেএল-২০২৩)