সিলেট স্ট্রাইকার্স পেসার হান্টে সেরা ১০ বোলার নির্বাচিত

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০২২ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বুধবার সিলেট আউটার স্টেডিয়াম লাক্কাতুরা সিলেটে অনুষ্ঠিত সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট ২০২৩-এর চূড়ান্ত দিনে ১০ জন ফাস্ট বোলার নির্বাচিত হয়েছেন। তবে  স্ট্যান্ড-বাই হিসেবে চার জনের নাম তালিকাভূক্ত রেখেছে সিলেট কর্তৃপক্ষ।

দুই দিনব্যাপী পেসার হান্টে ৫৫০ জনের বেশি বোলার অংশ নেন। নির্বাচক প্যানেল দ্বারা সর্বনিম্ন বোলিং গতি ৭৫ কিলোমিটার সেট করা হয়।

হান্টের বিজয়ীরা ৬ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হতে যাওয়া ৯ম বিপিএল টি-টোয়েন্টি মুল আসরের সময় সিলেট স্ট্রাইকার্স নেটে বোলিং করার এবং কোচিং প্যানেল এবং দেশ-বিদেশের ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে।

বিজয়ীরা বাংলাদেশের প্রাক্তন ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত এবং তাপস বৈশ্যের সাথে একটি ভার্চুয়াল সেশনে অংশ নেবেন।

সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ এবং কোচিং প্যানেলের সদস্য সৈয়দ রাসেল ও রাসেল আহমেদসহ দলের অন্যান্য কর্মকর্তারা বাছাই প্রক্রিয়ার অংশ ছিলেন।

১০ বিজয়ীরা হলেনৈ – ১. মহিউদ্দিন তারেক, ২. মাহফুজ, ৩. রাহেল, ৪. হাবিবুর রহমান, ৫. রাহিন, ৬. মোঃ হাম্মাদ, ৭. শহিদুল ইসলাম, ৮. নাহিদুর রহমান, ৯. শাহান ও ১০. রাকিব হোসেন।

স্ট্যান্ড-বাই আছেন – রিয়াজ, পারভেজ, ইমরান, এমদাদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G