সীমান্তে আটক ৩৫ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও উখিয়ার বালুখালী বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ১৭ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
কক্সবাজার ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত এলাকায় কঠোর নজরদারিসহ রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই প্রেক্ষিতে তুমব্রু ও ঘুমধুম ও বালুখালী বিওপির সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ৩৫ জন অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়।
পরে আটকদের শুক্রবার সকাল ১০টায় প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
প্রতিক্ষণ/এডি/রাতুল