সুগন্ধী শব্দ

প্রথম প্রকাশঃ মার্চ ৮, ২০১৭ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

রাজীব মীর:

ঘুমের নেশা পড়ার নেশা
ভ্রমণ ঘুড়ি বাগান
টাকা ওড়ানোর নেশা
নারী
পুরুষ
পদের মদের
বাবার নেশা
কারও বা খাবার নেশা
সুদ ঘুষ ভাতের নেশা
কারও পেশাই নেশা
শিক্ষক ছাত্রের
ডাক্তার রোগীর
কারও আবার নেশাই পেশা
জুয়া রেস খেলার নেশা
কারও লাভের
কারও লোভের নেশা
কার কীসে কী নেশা
কে খারাপ কে হারায় দিশা
তুমি না থাকলে
আমার সকল হারানোর নেশা
কথা মন সুর সব হারাই
তোমাকে পেলেই কথা ফিরে পাই ,
শুনি
শব্দে শব্দে তোমার সৌন্দর্য্য গুণি
তোমার শব্দে প্রাণ নৌকা করে ভাসে
স্রোত হয়ে সূর্য দেখে নদী যেমন হাসে
তোমার নেশা কথার নেশা
যাবজ্জীবন ভালবাসা ।
০৮ মার্চ ২০১৭

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G