সুজাতা সিংকে বরখাস্ত করলেন মোদি

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

download (1) ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে আকস্মিকভাবে তাকে বরখাস্ত করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুব্রামনিয়াম জয়শঙ্কর নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভারত সরকারের নিয়োগ কমিটির এক বৈঠকে সুজাতাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। তবে ঠিক কী কারণে তাকে পদচ্যুত করা হল- সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, সুজাতার কাজে সন্তুষ্ট নন মোদি। আরো আগেই তাই সুজাতাকে সরিয়ে দেয়ার কথাও ভেবেছেন তিনি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ইচ্ছেতেই পররাষ্ট্র সচিব পদে বহাল ছিলেন সুজাতা। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না! ভারতে দায়িত্ব পালনরত অবস্থায় কোনো পররাষ্ট্র সচিবকে বরখাস্তের ঘটনা ঘটল প্রায় ২৮ বছর পর। এর আগে ১৯৭৮ সালে রাজিব গান্ধি সরকার তখনকার পররাষ্ট্র সচিব এপি ভেঙ্কটশরনখকে বরখাস্ত করেন।

এদিকে সুজাতাকে এভাবে সরিয়ে দেওয়ায় বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেছেন, ‘পররাষ্ট্র বিভাগের শীর্ষ এ কর্মকর্তাকে আপনি এমন অনানুষ্ঠানিকভাবে সরিয়ে দিলেন কেন? এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত।’

প্রতিক্ষণ/এডি/রুমানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G