সুদানে দুর্ভিক্ষের আশঙ্কা
দক্ষিণ সুদান দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, গৃহহীন হয়ে পড়েছে দেশটির চব্বিশ লাখ মানুষ । খাদ্য ও বাসস্থানের চরম সংকটে থাকা প্রায় ত্রিশ হাজার মানুষকে ‘মারাত্মক ক্ষুধার্ত’ হিসেবে বর্ণনা করে বলা হচ্ছে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।
সুদানের সরকারের সাথে বিদ্রোহীদের সংঘর্ষ বেঁধে যাবার দুই বছর পর এসে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘ বলছে এদের অনেকেই খাদ্য সংকটে ভুগছে। যেটাকে একটি ‘চলমান দুর্বিপাক’ হিসেবে বর্ণনা করছে সংস্থাটি।
এ বছর অনাবৃষ্টি দেখা দেয়ায় পরিস্থিতি দিন দিন আরো জটিল হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস বা আইসিআরসির একজন প্রতিনিধি মেসেরেট মেঙ্গিস্টু বলেছেন, ‘এই মৌসুমে ফসল উৎপাদনের অবস্থা খুব নাজুক। ফলে ধারণা করা যাচ্ছে যে খাদ্য সংকট আরো বেড়ে যাবে’।
গত বছরেই জাতিসংঘ জানিয়েছিল যে দক্ষিণ সুদানের খাদ্য সংকট পরিস্থিতি এখন বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশটির প্রায় অর্ধেক মানুষ এখন মারাত্মক খাদ্যাভাবে ভুগছে।
চলমান পরিস্থিতিতে দেশটির পৌনে দুই লাখেরও বেশী মানুষ এখন জাতিসংঘের আশ্রয় শিবিরে অবস্থান করছে।
প্রতিক্ষণ/এডি/জেবিএম