সুদানে ৮৯ শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
দক্ষিণ সুদানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ৮৯ শিশুকে অপহরণ করেছে। শনিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
ইউনিসেফ জানিয়েছে, বন্দুকধারীরা মালকাল শহরের কাছে একটি আবাসিক ভবনের সামনে জড়ো হয়। এরপর তারা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে ৮৯ শিশুকে ধরে নিয়ে যায়। অপহৃতদের বেশির ভাগের বয়স ১২ বছর।
২০১৩ সালে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির উপ রাষ্ট্রপতি রিক মাচারকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বরখাস্ত করেন। এরপর থেকে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে মাচারের সমর্থকদের লড়াই শুরু হয়। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছিল, উভয় পক্ষ যুদ্ধক্ষেত্রে শিশুদের ব্যবহার করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর ১২ হাজার শিশুকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
মালকালে শরণার্থীদের একটি শিবির রয়েছে। শরণার্থীরা স্বীকার করেছে, যুদ্ধের কারণে হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছে।
দক্ষিণ সুদানে ইউনিসেফের প্রতিনিধি জোনাথান ফিচ সতর্ক করে দিয়ে বলেছেন, অপহরণকারীরা আন্তর্জাতিক আইন লংঘন করেছেন। তিনি বলেন, অপহরণ ও শিশু নিগ্রহ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
প্রতিক্ষণ/এডি/রোজি