সুনামগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sunamganjসুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে  কমপক্ষে  ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ অন্তত ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়।

প্রায় একই সময়ে আওয়ামী লীগের হরতাল বিরোধী একটি মিছিল বিএনপির মিছিলের সামনে এলে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়লে অন্তত ২০ জন আহত হন।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, উভয় পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে।

এদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে পুরাতন বাসস্টেশনে পৌছলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।

প্রতিক্ষণ /এডি/কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G