সুনামগঞ্জে ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ জুন ৫, ২০১৭ সময়ঃ ১০:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ পূর্বাহ্ণ

হাবিব সরোয়ার আজাদ:

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করায় সুনামগঞ্জে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের নেতা নূর মোহাম্মদ স্বজন।

আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় ইমরান এইচ সরকারের সঙ্গে সনাতন উল্লাস নামের আরো একজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে একটি ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে ঢাকার জাতীয় জাদুঘর, রাজু ভাস্কর্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন এলাকায় গণজাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল হয়। এই মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান ও কটূক্তি করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল আজাদ রুমান বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G