সুন্দরগঞ্জে ইরি-বোরো চাষাবাদ শুরু

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

710bc3a8গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের কৃষকরা বিগত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম ইরি-বোরো চাষাবাদ শুরু করেছেন।

এদিকে কৃষক- কৃষাণীরা শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ও বীজ চারা নিয়ে মাঠে নামছেন। বিরাহীন গতিতে চলছে রোপনের কাজ।

কৃষক আলমঙ্গীর, মোসলেম ও নয়া মিয়া বলেন, আবহাওয়া অনুকূল ও সার-কিটনাশকের মূল্য নিয়ন্ত্রণে থাকলে এবার আশানরুপ ফলন নেয়া সম্ভব হবে।

উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৫ হাজার ১শ হেক্টর জমিতে। এর মধ্যে ৪ হাজার ৯শ হেক্টর জমিতে হাইব্রিড, ১৯ হাজার ২শ হেক্টর জমিতে উফশী ও ৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান।

কৃষি অফিসার রাশেদুল ইসলাম জানান, কৃষকদেরকে সারি করে চারা লাগানো এবং কয়েকদিনের মধ্যেই ক্ষেতে কঞ্চি পুঁতে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যাতে ঐ সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G