সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

বিদ্যালয়গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিয়ারছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়েই পাঠগ্রহণ করছে কিশোর শিক্ষার্থীরা। জরাজীর্ণ এই ভবনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর পাঠদান অব্যাহত রয়েছে। ফলে চরম আতঙ্কে শিক্ষা অর্জণ করছে তারা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনও মাথা ব্যাথাই নেই।

বিদ্যালয়টির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এলজিইডির তত্তাবধানে ১৯৯৪ সালে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে তিন কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মিত হয়।এটি নির্মাণের সময় সঠিক তদারকির অভাবে এবং সিডিউল মোতাবেক কাজ না হওয়ায় কয়েক বছরের মধ্যেই তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

এদিকে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ভবনটিতেই দীর্ঘদিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে আসছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক গোলজার হোসেন জানান, অনেক আবেদন নিবেদন করার পরেও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-নজর না থাকায় ২ শতাধিক শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে এই ভবনেই পাঠদান অব্যাহত রেখেছি।

এছাড়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কুমার বলেন, দীর্ঘদিন থেকে শ্রেণি কক্ষ স্বল্পতার মধ্যেও জানালা-দরজা ও কোন প্রকার আসবাবপত্র বিহীন জরাজীর্ণ ভবনের মেঝেতে বসে শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদান করে আসছে। ঝড়-বৃষ্টির লক্ষণ দেখা দিতে না দিতেই শিক্ষার্থীদের ছুটির ঘণ্টা বেজে উঠে।

উপজেলা প্রকৌশলী আবু জাফর মো. সালেহ জানান, বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য এখনও কোন প্রকার ইস্টিমেট করা হয়নি।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G