সুন্দরগঞ্জে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধাগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ মারাত্বক আকার ধারণ করেছে। গত ২ দিনে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে থেকে রোগীরা হাসপাতালে আসছে।

এর মধ্যে রয়েছে সোনারায়, বামনডাঙ্গা, তারাপুর, বেলকা, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ছাপড়হাটী, শান্তিরাম, হরিপুর, চন্ডিপুর,শ্রীপুর, কাপাসিয়া ও ধোপাডাঙ্গা। তবে বিশেষ করে চরাঞ্চলের এ রোগের প্রকোপ বেশি বলে লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে শতাধিক আক্রান্ত ডায়রিয়া রোগি ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিক গুলোতে ডায়রিয়ায় আক্রান্তরা চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. শুকুর আলী জানান, ডায়রিয়া একটি পানি বাহিত ব্যাধি তবে অতিরিক্ত ঠান্ডার কারণে এ রোগের প্রকোপ দেখা দিয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G