জেলা হচ্ছে সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশ
প্রতিক্ষণ ডেস্ক
বাংলাদেশের সুন্দরবনের কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। আর সে অংশকে জেলা করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী জানান, ২০১৬ সালের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে।
সূত্রঃ এবিপিআনন্দর।
খবরে বলা হয়, রাজ্যের প্রত্যন্ত এলাকা সুন্দরবন। দূরত্বের কারণে অনেক সময়ই এলাকাবাসীর কাছে সরকারি সেবা পেতে দেরি হয় বলে অভিযোগ ওঠে। আর এই প্রেক্ষাপটেই এবার সুন্দরবনকে নতুন জেলা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সুন্দরবনের পাশাপাশি রাজ্যে আরও কয়েকটি নতুন জেলা তৈরির পরিকল্পনার কথাও এ দিন জানান মুখ্যমন্ত্রী।
মমতা জানিয়েছেন, ভবিষ্যতে বসিরহাটকেও নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। আর বর্ধমানকে দু’ভাগে ভাগ করে বর্ধমান গ্রামীণ ও বর্ধমান শিল্পাঞ্চল নামে দুটি নতুন জেলা হবে। নতুন জেলার মর্যাদা পাবে ঝাড়গ্রামও।
মুখ্যমন্ত্রীর মতে, বড় জেলা ভেঙে ছোট ছোট জেলা তৈরি হলে প্রশাসনিক কাজ আরও মসৃণ হবে। গতি পাবে উন্নয়ন।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি