সুন্দরবনে সারবাহী কার্গো জাহাজ ডুবি
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
সুন্দরবনের ভোলা নদীতে ‘এমভি জাবা লেমু’ নামে একটি সারবাহী কার্গো জাহাজ আংশিক ডুবে গেছে।
মঙ্গলবার বিকেলে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মরাভোলায় ডুবোচরে আটকে জাহাজটির তলা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গো জাহাজটি ৬৭০ টন এমওপি সার নিয়ে মংলা বন্দর ছাড়ে বলে জানা গেছে। জাহাজটি উদ্ধার করতে দুটি কার্গো অভিযান শুরু করছে। এদিকে, সার সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছে মালিকপক্ষ।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩ মে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কার্গো জাহাজ ওইদিন বিকেলে সুন্দরবনের ভোলা নদীর মরাভোলার ডুবোচরে আটকে পড়ে।
আটকে পড়া কার্গোটিকে উদ্ধার করতে গেলে এর তলা ফেটে যায়। এতে জাহাজের ভেতরে পানি উঠে একটি অংশ পানিতে নিমজ্জিত হতে শুরু করে।
প্রতিক্ষণ/এডি/এজাজ