সুবর্ণচরের গণধর্ষণ: সাত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলীতে স্বামী-সন্তানকে বেঁধে একজন নারীকে গণর্ধষণের ঘটনায় সাত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুর ১২টায় ২নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনিতা গুহ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাত আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। রিমান্ড শুনানির পর বিচারক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুহুল আমিন, সোহেল, বাদশা আলম, জসিম, বেচু, স্বপন ও হাসান আলী বুলু।
এদিকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম ছালাউদ্দিন। এ পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত মোট আটজনকে গ্রেফতার করলো পুলিশ।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে নির্যাতিতা ঐ নারীর সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধেরে রুহুল আমিনের নির্দেশে ১০ থেকে ১২ জন তার বাড়িতে গিয়ে স্বামী-সন্তাদের বেঁধে তাকে গণর্ধষণ ও মারধর করে।
প্রতিক্ষণ/এডি/শাআ