সুষ্ঠ নির্বাচন নিয়ে খালেদার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার গুলশানের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্থানীয় এই নির্বাচন হচ্ছে ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশনের অধীনে।
তিনি বলেন,‘বিএনপি লাশের রাজনীতি করে না। ‘সন্ত্রাস, লাশ ও নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন আওয়ামী লীগ। ‘জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সে জন্য আওয়ামী লীগ ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। নজিরবিহীন সন্ত্রাস চালাচ্ছে।’তাই তিনি আবারো নির্বাচনের নির্বাচনের আগে ও পরে সেনাবাহিনী মোতায়েন দাবি করেন।
একই সাথে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নীরব প্রতিশোধ নেওয়ার আহবান খালেদা। তিনি বলেন, টাকা নেবেন, কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন। ২৮ এপ্রিল নীরব ভোট বিপ্লব ঘটাতে হবে।
সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের সময় গাড়িবহরে হামলার ঘটনার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁকে হত্যা করার উদ্দেশে সুপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আল্লাহর রহমতে তিনি বেঁচে যান।
প্রতিক্ষণ/এডি/আরেফিন