সূচকের লেনদেন নিম্নমুখী
নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের লেনদেনের পতন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৬৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭২ পয়েন্টে।
লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৫ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি ।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল