সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৯২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।
প্রতিক্ষণ/এডি/হাসান