সূচকে ওঠা-নামা
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ফেব্রুয়ারি) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, ইফাদ অটোস, ন্যাশনাল ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসসিসিএল, ওয়েস্টার্ন মেরিন, আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা ও বেক্সিমকো ফার্মা।
লেনদেন হয়েছে মোট ৮১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩২৫ কোটি ৯৮ লাখ টাকা।
চট্টগ্রাম
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ১২ হাজার ৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
লেনদেন হয় মোট ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৮ কোটি ৬০ লাখ টাকা।
প্রতিক্ষণ/এডি/লিজা