সূচক পতনের মধ্যে চলছে লেনদেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

images (2)সূচক আর বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতনের মধ্যে চলছে দেশের উভয় শেয়ার বাজারের লেনদেন। আর টাকার পরিমাণে লেনদেনও রয়েছে শ্লথ গতিতে। সকাল সাড়ে ১০টায় সূচকের পতনের মধ্য দিয়ে শুরু হয় লেনদেন।

দুপুর বারোটায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৮৪ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৯২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৬ কোটি ৫০ লাখ টাকার।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯১৯ পয়েন্টে। সিএসইতে মোট ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/কমল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G