সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দিনশেষে শেয়ারবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আজ ১৩৪ টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে কমেছে ১২৫ টি প্রতিষ্ঠানের আর অপরিবর্তিত রয়েছে ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। যদিও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
আজ সর্বমোট লেনদেন হয়েছে ২৪৫ কোটি ৩৮ লাখ টাকার যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম। তবে ডিএসই সাধারণ সূচক বেড়েছে। আজ দিন শেষে সূচক ১৩.৯৪ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ৪ হাজার ৮০২.১৭৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আজ শেয়ারবাজারে ৭২ হাজার ২৬০ বারে ৫ কোটি ৪৬ লাখ ৪২ হাজার ২৭৫ টি শেয়ারের লেনদেন হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এরপরেই তালিকায় রয়েছে এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা এবং এমজেএল বিডি।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৮২৯ বারে ১৩ কোটি ১৭ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা এসিআইয়ের শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৭২ বারে ১২ কোটি ২০ লাখ টাকার। লাফার্জ সুরমা সিমেন্ট এবং স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ১ হাজার ৭৩৪ বারে ১০ কোটি ১৯ লাখ টাকার এবং ১ হাজার ৪৪১ বারে ৯ কোটি ৫১ লাখ টাকার। এছাড়া এমজেএলডিবডির শেয়ার ১ হাজার ২৪৭ বারে ৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
এদিকে সবচেয়ে বেশি দাম বেড়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর সবচেয়ে বেশি মূল্য হারিয়েছে ইমাম বাটন। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ৬৩ শতাংশ।
প্রতিক্ষণ/এডি/সেলিম