সূর্যের আলোয় পানি বিশুদ্ধ হবে
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
শিল্প উৎপাদনের ক্ষেত্রে শিল্প অধ্যুষিত এলাকার দূষিত পানি বিভিন্ন নদী,খাল-বিল ও ডোবায় সংমিশ্রণের ফলে শিল্পাঞ্চলে পানি দূষণ এখন ভয়াবহতায় রূপ নিয়েছে। শিল্প উৎপাদনের ক্ষেত্রে কলকারখানা থেকে নির্গত বর্জ্যের ফলে আমাদের দেশের পানি দূষণের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছে। এ পানি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক বিভিন্ন ক্ষতিকারক রঞ্জক পদার্থের উপস্থিতির পরিমাণ বেশি থাকায় তা পান ও ব্যবহারের অযোগ্য। একই সাথে এই পানি পানের ফলে ক্যান্সারসহ শরীরে দেখা দেয় বিভিন্ন ধরনের জটিল রোগ।
তবে এবার খুবই স্বল্প খরচ ও স্বল্প সময়ের মধ্যেই এ দূষিত পানি বিশুদ্ধ করার অত্যন্ত পরিবেশ বান্ধব এক পদ্ধতি আবিষ্কার করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তরুণ বিজ্ঞানী ড. মো: নিজাম উদ্দিন।
সহজলভ্য উপাদান থেকে সহজ পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র সাধারণ কাঁচের উপর ব্যবহার করে সূর্যালোকের উপস্থিতিতে পানি পরিষ্কার করা যাবে। এর মাধ্যমে পানির মধ্যে থাকা মারাত্মক সব ক্ষতিকারক কেমিক্যাল দূর করা সম্ভব হবে। তাছাড়া এই পদ্ধতিটি ‘এন্টিব্যাক্টেরিয়াল এজেন্ট’ হিসাবেও ব্যবহার হবে। তাঁর এ প্রযুক্তি কাজে লাগিয়ে কলকারখানা হতে নির্গত রঙ্গীন দুষিত পানিকে স্বল্প খরচে ও সহজে পরিষ্কার করা সম্ভব।
কলকারখানার নির্গত এসব দূষিত পানির দূষণ মাত্রা দূর করে তা ব্যবহার উপযোগী করার জন্য গবেষকরা দীর্ঘদিন থেকে গবেষণা চালিয়ে আসছেন। তবে পানি বিশুদ্ধ করণের ক্ষেত্রে গবেষকরা এখন পর্যন্ত মূলত পাউডার ও অতি বেগুনী রশ্মি ব্যবহার করে আসছেন। যা অত্যন্ত ব্যয়বহুল। এই পাউডার আবার বারবার ব্যবহার করাটাও জটিল প্রক্রিয়া।
একইসাথে অতি বেগুনী রশ্মি সচরাচর পাওয়াও যায়না এবং এর প্রডাকশন অত্যন্ত ব্যয়বহুল। অন্যদিকে অতি বেগুনী রশ্মি পরিবেশ এবং মানবদেহের জন্য ক্ষতিকারক। তার এ আবিস্কার কাজে লাগানো সম্ভব হলে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/জয়