সূর্যের চেয়ে বড় ব্ল্যাকহোলের সন্ধান

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

download-214সূর্যের চেয়ে ১২ বিলিয়ন গুণ বড় দানবাকৃতির ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা এর নাম দিয়েছেন এসডিএসএস জে০১০০+২৮০২।

ব্ল্যাকহোলটির অবস্থান কুয়াশার-এর ঠিক মাঝখানে। কুয়াসার হলো মহাকাশে অতিমাত্রায় শক্তিশালী রেডিয়েশনের অন্যতম উৎস। সূর্যের চেয়ে এর এনার্জি মিলিয়ন বিলিয়ন গুণ বেশি।

১৯৬৩ সালে কুয়াসারের সন্ধান পাওয়া গেলেও এর প্রকৃতি সম্পর্কে বলা যায় অন্ধকারেই ছিলেন বিজ্ঞানীরা। তবে বহু গ্যালাক্সি দূরে অতিমাত্রায় দানবাকৃতির ব্ল্যাক হোলের সন্ধানের পর এটা সম্পর্কে কিছু তথ্য এখন বিজ্ঞানীদের জানা।

নতুন সন্ধান পাওয়া ব্ল্যাকহোলটির অবস্থান পৃথিবী থেকে ১২.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে। বিজ্ঞানীরা বলছেন, বিগ ব্যাং-এর মাধ্যমে বিশ্ব-ব্রহ্মাণ্ড সৃষ্টির মাত্র ৯০০ মিলিয়ন বছর পর এটা গঠিত হয়েছে। তবে বিজ্ঞানীদের কোন ধারণা নেই, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির এত আদিতে কিভাবে এত প্রকাণ্ড ব্ল্যাকহোলের সৃষ্টি হয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ড. ফুইয়ান বিয়ান বললেন, জ্যোতির্বিদ্যার বিদ্যমান থিওরি দিয়ে এটার ব্যাখ্যা করা সম্ভব নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থাপিত শক্তিশালী টেলিস্কোপে ধারণকৃত মহাবিশ্বের দূর-দূরান্তের আলোকিত অংশগুলোর ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দানবাকৃতির এই ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন।সূত্র : দ্যা গার্ডিয়ান।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G