সূর্য সংঘর্ষের মুখোমুখি হয়েছিল ৭০ হাজার বছর আগে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_189750._81084773_81084664সূর্য ৭০ হাজার বছর আগেই মারাত্মক বিপদের মুখোমুখি হয়েছিল। যদিও দৈবক্রমে এ বিপদ থেকে মুক্তি পেয়ে যায়। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

সে সময় স্কলজ স্টার নামে একটি লাল বামন নক্ষত্র মহাকাশে ভাসতে ভাসতে সূর্যের অত্যন্ত কাছাকাছি চলে আসে, যা উভয়ের সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি করেছিল। মাত্র ৭০ হাজার বছর আগে এ ঘটনা ঘটলেও মহাকাশবিদরা এবার তা জানতে পেরেছেন।

সে সময় উভয় নক্ষত্রের মধ্যে দূরত্ব হয়েছিল সৌরজগতের নিকটতম প্রতিবেশী প্রক্সিমা সেন্টাউরি থেকে পাঁচ গুণ কাছাকাছি। এ অল্প দূরত্বের কারণে উভয় নক্ষত্রের মাঝে সংঘর্ষ ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল।
সৌরজগতের কাছাকাছি যে অঞ্চল দিয়ে নক্ষত্রটি চলে যায়, সেখানে রয়েছে ওর্ট ক্লাউড। যা মূলত অসংখ্য ধূমকেতু অধ্যুষিত এলাকা।

সে সময় সূর্যের ০.৮ আলোকবর্ষ দূর দিয়ে চলে যায় নক্ষত্রটি। বর্তমানে তা ২০ আলোকবর্ষ দূরে চলে গেছে। তবে তা এখনও বিপজ্জনকভাবে মহাকাশে ভাসছে। ফলে তা আবার সৌরজগতের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এতে ৭০ হাজার বছর আগে সংঘর্ষ না হলেও ভবিষ্যতে যে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আর এমন সংঘর্ষের ফলে সূর্যের তাপ বহুগুণ বেড়ে গিয়ে বিলুপ্ত হতে পারে পৃথিবীর প্রাণিকূল।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G