‘সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মান বাড়ছে’

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

দিলিপ চৌহান, নওগাঁ প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি বলেছেন, ‘বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পূর্বের চেয়ে এখন শিক্ষার্থীরা গাইড পড়া বাদ দিয়ে মূল বই পড়তে বেশি আগ্রহী হয়ে উঠেছে। এতে শিক্ষার মান বাড়তে শুরু করেছে।’

আজ সোমবার নওগাঁ জেলার পত্নীতলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা-২০১৭ এর পুরষ্কার বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার সার্বিক মান উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদুজ্জামান বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G