সেই জাহাজের সন্ধান!

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৩:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

Old-ship-on-the-Sea-73395কলম্বিয়ার উপকুলে অনেক ধনরত্ন সহ ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে।

এক টুইটার বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস জানিয়েছেন, তিনশো বছর আগে ডুবে যাওয়া জাহাজটির সন্ধান পাওয়া গেছে।

১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবিয় সমূদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মূদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়। স্পেনের রাজা পঞ্চম ফিলিপের যে নৌবহর, সেটির অংশ ছিল এই জাহাজ। দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল।

জাতিসংঘ এই ডুবে যাওয়া জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে বর্ণনা করেছে। তবে যারা ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান, তাদের কাছে এটি এক বিরাট সুখবরই বলতে হবে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G