সেন্টমার্টিনে ১,১২০ বোতল বিদেশি মদ আটক
সুজা তালুকদার চট্টগ্রাম থেকে
সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে অভিযান চালিয়ে ১,১২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ নভেম্বর আনুমানিক বেলা ৩টায় বাংলদেশ কোস্ট পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপে বনের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭১টি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়।
বস্তাগুলো তল্লাশি করে ১,১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় জব্দকৃত বস্তাগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিদেশি মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সূত্র : বাংলদেশ কোস্ট পূর্ব জোন