সেরে উঠছেন “বৃক্ষ মানব” বাজানদার

প্রকাশঃ জুলাই ৪, ২০১৬ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

imagesআবুল বাজানদার।  হাত-পায়ে শিকড়ের মতো গজিয়ে উঠা বিরল এক রোগের ভূক্তভোগী তিনি। একারণে বাংলাদেশে বৃক্ষ-মানব বলে পরিচিত আবুল বাজানদার সুস্থতার আশায় গত চার মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন।

চার মাস পর কেমন আছেন এই বৃক্ষ মানব? আবুল বাজানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ মাসে তার শরীরে মোট ৬ বার অস্ত্রোপচার করা হয়েছে। করতে হবে আরো কয়েকবার। ডাক্তাররা বলেছেন, আবুল বাজানদারের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে অন্তত আরো এক বছর সময় লাগবে। আবুল বাজানদার যাতে কাজকর্মে ফিরে যেতে পারে, নিজে খাওয়া-দাওয়াসহ সব কাজ করতে পারে সে চেষ্টাই তারা করছেন। এখনই আগের তুলনায় অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত ১০ বছর ধরে বিরল এ রোগে ভুগতে থাকা আবুল বাজানদারকে যখন হাসপাতালে ভর্তি করানো হয় তখন এ নিয়ে অনেক মধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G