সেলফি তুলতে গিয়ে ব্রিজের ৬০ ফুট নিচে

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৭ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেলফি তুলতে গিয়ে সেতু থেকে ৬০ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান এক নারী। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি।

প্লেসার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার অবার্নের ৬০ ফুট উঁচু ফরেস্টহিল ব্রিজের সংরক্ষিত এলাকায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় শিকার হন তিনি।

ঐ নারীর বন্ধু পল গনচারুক জানান, অসাবধানতাবশত ও পড়ে যায়। গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে গেছে। তার হাড় ভেঙে গেছে তাই সার্জারি করার প্রয়োজন হতে পারে।

পল আরো জানান, সেতুর ওপর তারা ছবি তুলছিলেন। সবাই মিলে বড়ো একটি বিম ধরেছিলেন। তারপরও হঠাৎ ভারসাম্য হারিয়ে তার বন্ধু ব্রিজের নিচে পড়ে যায়।

ঐ নারী সেতু থেকে পড়ে যাওয়ার পর ক্যামেরা বহনকারীদের উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। তাতে বলা হয়েছে,
সামান্য সেলফি তুলতে গিয়ে আপনি নিজের জীবন হারাতে পারেন। 
ক্যালিফোর্নিয়ার ৭৩০ ফুট দীর্ঘ এই সেতুটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সেতু।

দুর্ঘটনার শিকার নারীটির পরিচয় প্রকাশ করা হয়নি। তার বন্ধুদের একটি দল সেতুর নিচে ক্যাটওয়াক করছিলো। সেতুর উপর থেকে তখন সেলফি তুলতে গিয়েই ৬০ ফুট নিচে পড়ে যান মহিলাটি।

উদ্ধার করার পর দ্রুত হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রোজভিল মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাকে। ফেসবুকে ক্যালিফোর্নিয়ার পুলিশের দেওয়া ঐ পোস্টে উল্লেখ করা হয়েছে, নারীটি অত্যন্ত ভাগ্যবান। তার পরিণতি এর চেয়েও খারাপ হতে পারতো।

স্বাভাবিকভাবে সেতুর নিচের লোহার বেষ্টনি দিয়ে চলাচল নিষিদ্ধ ছিল। তারপরও কেউ হাঁটলে পুলিশ তাকে আটক করেন। বিপদসীমা পার করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করাটা দিনদিন জনপ্রিয় হয়ে উঠছিল। এলাকাটিতে কেউ যেন আর এরকম কাজ না করতে পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G