সেলাই দিদিমণি

প্রথম প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ১০:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৮ অপরাহ্ণ

এ.কে.এম.মাহফুজুর রহমান:

সেলাই দিদিমণি ,
তোমার এক চোখে ক্রোধে জ্বলা বারুদ দেখি ;
তোমার আরেক চোখে শান্ত নদী দেখি !
তোমার এক চোখে আগ্নেয়গিরির লাভা বেরুতে দেখি ;
তোমার আরেক চোখে শান্তির সুপ্ত ভিসুভিয়াস দেখি !
তোমার এক চোখে ধ্বংসলীলার তাণ্ডব দেখি ;
তোমার আরেক চোখে সৃষ্টির আনন্দ উদযাপন দেখি !
তোমার এক চোখে রানা প্লাজার আর্তনাদ দেখি ;
তোমার আরেক চোখে পদ্মা সেতুর অর্থ সঞ্চয় দেখি !
তোমার এক চোখে তাজরীন ফ্যাশনের জন্য ঘৃণা দেখি ;
তোমার আরেক চোখে শান্তির সাদা পতাকা দেখি !
সেলাই দিদিমণি ,
আমি তোমায় দেখি –
আর বিভ্রান্ত হই !
আসলে কোনটি তোমার আসল রূপ ?
এককথায় উত্তর দাও আমায় ;
তুমি সৃষ্টি না ধ্বংস ?
বলে দাও আমায় !
সেলাই দিদিমণি কানে কানে বললো আমায় –
” অত্যাচারের বিরুদ্ধে আমি সদা ধ্বংসকামী !
ভালোবাসার আহ্বানে আমি সদা শান্তিকামী !”
সেলাই দিদিমণিকে বললাম আমি –
” তুমি কী বোঝ না ;
তোমাকে উসকানি দেওয়াই বিদেশি অপশক্তির কাজ !
বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংস করাই তাদের কাজ !
তবে তুমি কেন তাদের পাতা ফাঁদে পা দিচ্ছ ? “
দীর্ঘ দিনের জমানো একবুক দীর্ঘশ্বাস বাতাসে ছেড়ে ; সেলাই দিদিমণি কাঁপা কণ্ঠে বললো আমায় –
” আমি অতশত চক্রান্ত বুঝি না , তয় ;
আমার মাথা গুজার ঠাঁই চাই !
অসুখে – বিসুখে প্যারাসিডামল বড়ি চাই !
মাস শেষে ঘামের মজুরি চাই !
সন্তানের তিন বেলা পেট চুক্তি খাওনের গ্যারান্টি চাই !
আর , আর , আর –
আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ! “
আমি বাকরুদ্ধ হলাম ;
আর কথা দিলাম –
” যতদিন পর্যন্ত তোমার
স্বাভাবিক মৃত্যুর অধিকার নিশ্চিত করতে পারব না ;
ততদিন পর্যন্ত শ্রমিক দিবসের
কোনও সভায় আমি ভাষণ দিব না ।”
প্রত্যুত্তরে , সেলাই দিদিমণি কানে কানে বললো আমায় –
” অত্যাচারের বিরুদ্ধে আমি সদা ধ্বংসকামী !
ভালোবাসার আহ্বানে আমি সদা শান্তিকামী !”

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G