সেলিম আল দীনের ৬৬তম জন্মদিন আজ

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সেলিমনাট্যাচার্য সেলিম আল দীনের ৬৬তম জন্মদিন আজ। ১৯৪৯ সালের এই দিনে ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপি নাট্যোৎসবের আয়োজন করেছে।

জন্মদিন পালনের অংশ হিসেবে সকাল ৮টায় শুরু হবে স্মরণ শোভাযাত্রা। শোভাযাত্রাটি জাতীয় নাট্যশালা থেকে শুরু হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হবে। পরে সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বিকালে রয়েছে, `নাট্যচার্য সেলিম আল দীন : নবীন দর্শকের দৃষ্টিতে` শীর্ষক সেমিনার। এক্সপেরিমেন্টাল থিয়েটারে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক `হরগজ`। বুধবার সন্ধ্যায় স্টুডিও থিয়েটার হলে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের `চিত্রাঙ্গদা`।

নাট্যাচার্যের ৬৬তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে নাটকের দল ঢাকা থিয়েটার ও স্বপ্নদল। ঢাকা থিয়েটার-এর আয়োজনে নাট্যাচার্যের জন্মদিন উপলক্ষে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপি উৎসব ও স্বপ্নদলের আয়োজনে শুরু হচ্ছে দুই দিনব্যাপি সেলিম আল দীন উৎসব।

সেলমি আল দীনের হাত ধরেই বাংলা নাটক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। বিষয় ও আঙ্গিক নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা হয় তার হাতেই।

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন গ্রাম থিয়েটার। তার প্রথম রেডিও নাটক বিপরীত ‘তমসায়’। প্রথম মঞ্চনাটক সর্পবিষয়ক গল্প মঞ্চায়ন হয় ১৯৭২ সালে।

তিনি শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ বাংলা নাট্যকোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন। নাট্যচার্য জীবনের শেষ ভাগে এসে লেখেন নিমজ্জন নামে মহাকাব্যিক এক উপাখ্যান।

তিনি একুশে পদক, বাংলা একাডেমি, কথাসাহিত্য পুরস্কার, নান্দিকার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G