সৈনিক নীলকন্ঠের মরদেহ ঢাকায়

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মরদেহমালির রাজধানী বামাকোতে সন্ত্রাসীর গুলিতে নিহত শান্তিরক্ষী সৈনিক নীল কন্ঠ হাজংয়ের মরদেহ দেশে আনা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে নীলকণ্ঠের মরদেহ হস্তান্তর করা হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঘিলাঘোড়ায় পূর্ণ সামরিক মর্যাদায় নীলকণ্ঠের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে গত ০১ জুন সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হন নীল কণ্ঠ হাজং। গুরুতর আহত হন আরেক সৈনিক সিরাজুল ইসলাম।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G