সোনিয়া গান্ধীকে নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে মন্তব্য করে এবার বিতর্কের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিতর্কিত বিজেপি নেতা গিরিরাজ সিং।
গিরিরাজ বলেছেন, ‘রাজীব গান্ধী সাদা বর্ণের কোনো নারীকে বিয়ে না করে যদি নাইজেরিয়ার কোনো নারীকে বিয়ে করতেন, তবে কংগ্রেস কি তার নেতৃত্ব মেনে নিত?’
গিরিরাজের এই মন্তব্যের পর কংগ্রেস ক্ষোভে ফুঁসে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কংগ্রেস নেতারা আহ্বান জানিয়েছেন গিরিরাজকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করতে।
বিতর্কিত মন্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কংগ্রেস। আর এই মন্তব্যকে ‘যৌনাচারী’ ও ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেছে গণমাধ্যমগুলো।
কংগ্রেসের মুখপাত্র আরপিএন সিং বলেন, “গিরিবাজের মন্তব্য দেশের সব নারীর জন্যই চূড়ান্ত অবমাননাকর। তার এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।”
তুমুল সমালোচনার মুখে গিরিবাজ সিং বলেছেন, “লোকে অব দ্য রেকর্ডে অনেক কথাই বলে, সোনিয়া গান্ধী আমার কথায় আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত।”
প্রতিক্ষণ/এডি/এআই