সোমালিয়ায় সংঘর্ষ; নিহত ৩৫

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Somaliaসোমালিয়ায় পুলিশের সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

গত এক সপ্তাহ ধরে, ইথিওপিয়ার সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে সোমালিয়া বংশোদ্ভূত মিলিশিয়া এবং লিউ পুলিশ সদস্যদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গুরিসেল জেলা হাসপাতালের প্রধান নির্বাহী জানিয়েছেন, যে ২৯ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন তারা সবাই সাধারণ মানুষ। তিনি আরো জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই নারী এবং শিশু হওয়ায় তারা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছেন না।

দেশটিতে আফ্রিকান ইউনিয়ন এবং আল কায়েদা সংশ্লিস্ট আল শাবাবের মধ্যে অনেকদিন ধরেই যুদ্ধ চলছে। এরই মধ্যে পৃথক ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কি কারণে ওই হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে, সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় এখন সরকারের হস্তক্ষেপ কামনা করছে সেখানকার সাধারণ মানুষ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G