সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন ওলামা মাশায়েখরা
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ মহাসম্মেলনে যোগ দিতে ইসলামি ফাউন্ডেশনে কর্মরত ওলামা মাশায়েখসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা দেশের সব জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসতে শুরু করেছেন।
বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশেষ অতিথি হিসেবে পবিত্র মক্কার সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার মসজিদে নববির ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেম উপস্থিত থাকবেন। সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ খুলে দেয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বিলবোর্ড স্থাপন করে কোন জেলার কতজন ওলামা কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা লেখা রয়েছে। চারুকলার বিপরীতে ছবির হাট সংলগ্ন ফুটপাত থেকে দোয়েল চত্বর পর্যন্ত খাবার পানির ট্যাংকি বসানো হয়েছে। নিরাপত্তা রক্ষায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/শাআ