সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ১৪ দলের সমাবেশ

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

14 dolশুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৪ দল।

আজ দুপুরে ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দল এক সংবাদ সন্মেলনের মাধ্যমে সমাবেশের এই ঘোষণা দেয়।

শুক্রবার বিকেল ২.৩০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দল, শ্রমিক কর্মচারি ও পেশাজীবি ও মুক্তিযোদ্ধা সমন্বয়  পরিষদ যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করবে।

সমাবেশে আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন , কেন্দ্রীয় ১৪ দলের মূখ্যপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশ পূর্ব বাদ-জুমা, অবরোধ-হরতালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০ দলীয় জোটের ডাকা ২৩ দিনের মত চলমান অবরোধ-হরতালে এ পর্যন্ত ত্রিশ উর্ধ মানুষ মারা গেছে।

সংবাদ সম্মেলনে ১৪ দলের এক সংবাদ সম্মেলনে দলের মূখ্যপাত্র ও স্বাস্থ মন্ত্রী মোঃ নাসিম , ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G