সৌদিতে ব্লগারকে দোররা’র শাস্তি বহাল

প্রকাশঃ জুন ৮, ২০১৫ সময়ঃ ৯:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ পূর্বাহ্ণ

raifসৌদি আরবের সুপ্রিম কোর্ট সেখানকার একজন ব্লগারের এক হাজার দোররা এবং ১০ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে।

ব্লগার রাফি বাদাওয়িকে এই সাজা দিলে কয়েকটি দেশ এ রায়ের কঠোর সমালোচনা করেছিল।

গত মার্চের আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে সৌদি রাজতন্ত্র “আশ্চর্য ও হতাশা’’ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রী এক বিবৃতিতে বলেন, দেশটির অভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক মহলের নাক গলানোকে তারা গ্রহণ করছে না।

২০১২ সালে ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে ইসলামকে অপমান করার অভিযোগে রাফি বাদাওয়ি নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চার বছর ধরে বাদাওয়ি লিবারেল সৌদি নেটওয়ার্কের মাধ্যমে ধর্ম ও রাজনৈতিক ইস্যু নিয়ে বিতর্ক করাকে উৎসাহিত করছিলেন।
গত জানুয়ারিতে ৫০ টি দোররা মারা হয় তাকে। কিন্তু পরবর্তী সাজাগুলো স্থগিত করা হয়। এখন সেই সাজার রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G