লাইফষ্টাইল,প্রতিক্ষণ ডটকম:
কফি ফেসিয়াল নামের সাথে অনেকেই পরিচিত না থাকলেও সৌন্দর্যপ্রেমীদের কাছে অপরিচিত নাম নয়৷ আর কফি ফেসিয়ালের সমস্ত উপকরণই বাড়িতে মজুত থাকে ৷ আপনি চাইলেই ঘরে বসে নিজেই করে নিতে পারবেন এটি। পনেরো দিনে অন্তত একবার ফেসিয়াল করতে পারলেই বাড়তি গ্লো আসবে আপনার চেহারায়৷
কফি ফেসিয়ালে জন্য প্রয়োজন- এক টেবিল চামচ কফির গুঁড়ো, এক চা চামচ লবন, ব্রাউন সুগার ও মধু এক চা চামচ, ও ডিমের সাদা অংশ এক চামচ পরিমান৷
কীভাবে তৈরি করে প্যাক লাগাবেন- প্রথমে একটা পাত্রে সমস্ত উপকরণ নিয়ে ভালো করে মেশান ৷ ডিম ফেটিয়ে দিন উপর থেকে৷ তারপর আরও একটু কফি দিন৷যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে ততক্ষণ মেশাতে থাকুন৷
এবার চুলে হেয়ার ব্যান্ড লাগিয়ে বা বেঁধে পুরো কফিপ্যাকটা মুখে ও গলায় লাগান৷ বেখেয়ালে চোখে বা মুখের ভিতর যেন ঢুকে না যায়৷ মিনিট দশেক রাখুন৷ ততক্ষণে প্যাকটি অনেকটাই শুকিয়ে যাবে৷ তারপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে নিলেই ফেসিয়াল শেষ৷
উপকারিতা- চোখের নিচে বা মুখে যদি ফোলা ফোলা ভাব থাকে, তাহলে কফি ফেসিয়াল নিয়মিত ব্যবধানে করলে অনেক কমে যাবে৷ এছাড়াও শুষ্ক ত্বক থেকে ডেডস্কিন তুলে ত্বককে চকচকে রাখতেও কফি ফেসিয়াল ভীষণ উপকারি৷
কফি ফেসিয়ালে মুখের ত্বক টানটান থাকে, ফলে সহজে পড়ে না বলিরেখা৷কফি পাউডারের সঙ্গে কোকো পাউডার মিশিয়েও বানাতে পারেন অন্যরকম ফেসপ্যাক৷
প্রতিক্ষণ/এডি/মাসুদ