সৌর বিমানের বিশ্ব ভ্রমণ
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
বিশ্ব ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু করেছে সৌর শক্তিচালিত বিমান সোলার ইমপালস-২।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশে যাত্রার মাধ্যমে সোলার ইমপালস-২ এর বিশ্ব ভ্রমণ শুরু হয়।
পরবর্তী পাঁচ মাসে বিভিন্ন মহাদেশ এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার মাধ্যমে বিশ্ব ভ্রমণ শেষ করবে বিমানটি। উড্ডয়নের সময় আন্দ্রে বরসবার্গ বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন।
তিনি সহকর্মী বেট্রান্ড পিকার্ডের সঙ্গে পাইলটের দায়িত্বও পালন করবেন। বিমানটির রয়েছে ৭২ মিটার লম্বা পাখা। তবে এরপরও বিমানটির ওজন মাত্র ২ দশমিক ৩ টন। পাখার ওপর রয়েছে ১৭ হাজার সোলার সেল। এ সব সেল সূর্য থেকে সৌর শক্তি নিয়ে জমা রাখবে। এ সব শক্তি ব্যবহার করে রাতেও উড়তে পারবে বিমানটি।
বিমানটি ভারত, মিয়ানমার ও চীনে যাত্রা বিরতি দেবে বলে জানা গেছে। এটি পাঁচ দিন ও পাঁচ রাত চলতে পারবে। বিমানটির উড্ডয়ন সফল হলে জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরশীলতা কমে নবায়ণযোগ্য জ্বালানীর ব্যবহার বাড়বে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
প্রতিক্ষণ/এডি/রবি