স্কুলছাত্রী অপহরণের ঘটনায় একজনকে গণপিটুনি

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (2)গাজীপুরের খাইলকুর এলাকায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক নারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ গুরুতর আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এ ঘটনায় অপহৃতার চাচা হারুন অর রশিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় অপহরণের মামলা দায়ের করেছেন।

সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকাল ৮টার দিকে মহানগরের খাইলকুর এলাকার স্থানীয় নবদূত কিন্ডার গার্টেনের ১ম শ্রেণীর ছাত্রী তামান্না স্কুলে যাচ্ছিলেন। এসময় আটককৃত শাহীনূর ওরফে ঝর্ণা ও তার দুই সহযোগি মিলে তামান্নাকে অপহরণের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদকালে তার দুই সহযোগি কৌশলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ঝর্ণাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে অপহৃত স্কুলছাত্রী তামান্নাকে উদ্ধার ও আহতাবস্থায় ঝর্ণাকে আটক করে হাসপাতালে পাঠায়।

আটক ঝর্ণা কাপাসিয়া উপজেলার বাকুয়াদি গ্রামের আবু তালেবের স্ত্রী। আটক ঝর্ণার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

অপহরণের ব্যাপারে অপহৃতার চাচা হারুন অর রশিদ জানান, সকালে স্কুলে যাওয়ার পথে তামান্নাকে ডায়রি দেয়ার কথা বলে কৌশলে অপহরণ করে রিকশায় করে নিয়ে যায় অপহরণকারী ঝর্ণা। বিষয়টি তিনি লোক মারফত জেনে স্থানীয় বগের টেক এলাকা থেকে ঝর্ণাকে আটক করা হয়। পরে এলাকাবাসি তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G