স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_01_31_22_59_24_R3jUznfTDXBGaHTkCDlGt6wkHuotjw_original

গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র গিয়াস উদ্দিনকে অপহরণ করে হত্যার দায়ে আদালত ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন । আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন কাপাসিয়া উপজেলার সালদৈ গ্রামের আতাউর রহমান ও আলম হোসেন। অন্যজন মো. ইউসুফ পলাতক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গাজীপুরের কাপাসিয়ার সালদৈ গ্রামের নিজ বাড়ি থেকে আবদুল বাতেন বেপারীর স্কুলপড়ুয়া ছেলে গিয়াস উদ্দিনকে আসামিরা অপহরণ করে। পরে তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে গিয়াসকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে পুলিশ ওই ছাত্র হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ ২০ বছর পর আজ দুপুরে আদালত তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর দুজনকে অব্যাহতি দেওয়া হয়।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G