স্ত্রীর স্মৃতিতে তাজমহল বানানোর চেষ্টা
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাস করেন ৭৭ বছর বয়সী ফয়জুল হাসান কাদরি। প্রয়াত স্ত্রী তাজাম্মুলি বেগমের স্মৃতিতে তাজমহলের আদলে তৈরি করেছেন একটি স্মৃতিসৌধ। স্থানীয়রা এটিকে ‘মিনি তাজমহল’ নামে ডাকে।
ফয়জুল পেশায় ছিলেন পোস্টমাস্টার। পেনশনের টাকায় এই স্মৃতিসৌধ তৈরি করেন তিনি। প্রথমে ৬ লাখ রুপি দিয়ে জমি কিনেন। স্থাপনাটি নির্মাণ করতে তাঁর খরচ হয়েছে আরো ৩ লাখ রুপি।
২০১২ সালে এটির নির্মাণকাজ শুরু করেন ফয়জুল। দিনে আট ঘণ্টা করে কাজ করেছেন তিনি। এখনো ইট বালু সিমেন্ট দিয়ে গাঁথা হলেও ভবিষ্যতে এই তাজমহলটি সম্পূর্ণ করার আশা রয়েছে তাঁর।
ফয়জুল দম্পতির ছিলেন নিঃসন্তান। মৃত্যুর সময়ে বিছানায় স্ত্রী বলেন, “আমাদের নাম বহন করার মতো কেউ নেই, নেই কোনও স্মৃতি।” আর সেই দিনই তিনি ঠিক করে ফেলেন এমন কিছু একটা করবেন যা দেশবাসী মনে রাখবে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল