স্ত্রীসহ ওয়ালটন কর্মকর্তা দুর্ঘটনায় নিহত

প্রকাশঃ নভেম্বর ১১, ২০১৬ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

road-accident-3সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে প্রাইভেটকার খাদে পড়ে ওয়ালটন গ্রুপের এক কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঐ কর্মকর্তার মা, বাবা, বোন ও একমাত্র ছেলে আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র‌্যাব ১২-এর প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওয়ালটন গ্রুপের সহকারী প্রকৌশলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী গ্রামের সৈয়দ আবু বক্কর সিদ্দিকীর ছেলে সাখাওয়াত হোসেন (৩৫) ও সাখাওয়াতের স্ত্রী হালিমা আক্তার (২৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সাখাওয়াত হোসেন তার পরিবারসহ প্রাইভেটকারে করে টাঙ্গাইল থেকে নাটোরের বনপাড়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র‌্যাব ১২-এর কার্যালয়ের সামনে পৌঁছালে এর চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে সাখাওয়াত ও তাঁর স্ত্রী হালিমা আক্তার মারা যান।

দুর্ঘটনায় আহত হন সাখাওয়াতের বাবা সৈয়দ আবু বক্কর সিদ্দিকী (৬৫), তার স্ত্রী সালেহা খাতুন (৫৫), মেয়ে তুলি খাতুন (২৫) ও দ্বীপ (৮)। তারা ঐ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G