স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে প্রধানমন্ত্রী
প্রতিক্ষণ ডেস্ক
ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বিষয়টি জরুরিভাবে বিবেচনা করা উচিত।
এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় কিন্তু যখন হিসাব করা হয় তখন তা দলীয়ভাবেই হিসাব করা হয়।
প্রধানমন্ত্রী মতে পত্র-পত্রিকাগুলো সেভাবে লেখে তাতে দলীয়ভাবই স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা উচিত।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই ব্যবস্থা নিতে পারবে।
সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের যে ধরনের সহায়তা দরকার হবে সরকার সেই সহায়তাই প্রদান করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আসার মধ্য দিয়ে বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছে।
প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেকে নিজ নিজ স্বাভাবিক কর্মকান্ড চালু রাখুন। স্বাভাবিক যান চলাচল অব্যাহত রাখুন। অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমরা আপনাদের সঙ্গে আছি।”
প্রতিক্ষণ/এডি/এআই