স্থানীয় সরকার ভেঙ্গে দিচ্ছে ক্ষমতাসীনরা

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাসীনরা স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।Ripon-bnp

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, সরকার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ও জেনেশুনে স্থানীয় সরকার ব্যবস্থা তছনছ করে দিচ্ছে। মিথ্যা অভিযোগ এনে বিএনপিপন্থি মেয়র ও কাউন্সিলরদের এলাকা ছাড়া করছে। আদালতকে ব্যবহার করে ও স্থানীয় সরকারের একটি প্রজ্ঞাপন দিয়ে তাদেরকে পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সরকারের অধীনে করার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে দিচ্ছে। কারণ স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলের মার্কায় করা হলে ওই নির্বাচনে কোনো ভোটার ভোট দিতে যাবে না।’

রিপন বলেন, ‘এটা কোন কার্যকর উদ্যোগ নয়। বিএনপিকে দমন করার জন্যই এই পথ বেছে নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণ ও তাদের ভোটাধিকারের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছে।’

বিএনপি নেতা চৌধুরী আলমের গুম হওয়ার ৫ বছর পূর্তি উপলক্ষে বিএনপির এই নেতা বলেন, ‘চৌধুরী আলম কোথায় কিভাবে আছেন তা কেউ জানেন না এবং সরকারও তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। তবে আমরা ও তার পরিবার এখনও আশা করে আছি সালাহ উদ্দিন আহমেদের মত তিনিও একদিন ফিরে আসবেন’

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G