‘স্পাইস জেট’ চলবে কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রামে

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৬ সময়ঃ ১২:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

image_190246-mamataভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা থেকে এবার বিমানপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগে বিমানসেবা দেবে ভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘স্পাইস জেট’। কিছুদিনের মধ্যেই কলকাতা-ঢাকা-কলকাতা এবং কলকাতা-চট্টগ্রাম-কলকাতা বিমান চালাবে এ প্রতিষ্ঠানটি।

সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক দপ্তর নবান্নে  এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নবান্নে এসে স্পাইস জেটের চেয়ারম্যান দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

মমতা বলেন, ‘আগামী দুর্গাপূজার আগেই উৎসব মৌসুমে কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে ফ্লাইট চালাবে স্পাইস জেট। আগামী ৪ অক্টোবর এবং আগামী ১ নভেম্বরের মধ্যে কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে স্পাইস জেটের বিমানসেবা চালু হয়ে যাবে।’

বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে স্পাইস জেটের বিমান চলবে কলকাতা-শিলচর, কলকাতা-আইজল, কলকাতা-গোরখপুর-কলকাতা, কলকাতা-বিশাখাপত্তনাম-কলকাতা।

বৈঠকে মমতা বলেন, এশিয়ান দেশগুলোর মধ্যে কলকাতা গেটওয়ের কাজ করবে। মূলত নর্থ ইস্টার্ন, ইস্টার্ন এবং এশিয়ান দেশগুলোর ক্ষেত্রে কলকাতা একটা পিলার হিসেবে কাজ করবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G