স্পেনের বার্সেলোনায় বিস্ফোরণ; নিহত ১, আহত ১৫

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৬ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

spainস্পেনের বার্সেলোনা শহরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রস্থলের পাশে বড়সড় এই বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কাতালান রাজ্যের রাজধানীর উত্তর-পূর্ব পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, বার্সেলোনার সমুদ্রতীরবর্তী আবাসিক এলাকা বলে পরিচিত প্রিমিয়া দে মার এলাকার একটি বহুতল ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাস্তার পাশের ঐ ভবনের কাঁচ এবং অ্যালুমিনিয়ামের কাঠামো ভেঙে রাস্তায় পড়ে যায়।

ঘটনার পর পরই পুলিশ এবং নিরাপত্তারক্ষী বিশেষ বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। তবে তাৎক্ষণিকভাবে এটি বোমা হামলা নাকি গ্যাস দুর্ঘটনা তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G