স্বরূপে ফিরছে ঢাকা

প্রকাশঃ সেপ্টেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৯:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dhakaপবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো ব্যস্ত হতে শুরু করেছে রাজধানী। ঢাকা অভিমুখে রোববার থেকে শুরু হওয়া মানুষের স্রোত অব্যাহত রয়েছে।

রাজধানীর সদরঘাট, সায়েদাবাস, কমলাপুর ও গাবতলী ঘুরে এরকম চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো যেন সমানতালেই ফিরছেন রাজধানীতে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে হাসিমুখেই ঢাকায় ফিরছেন তারা।

গত রোববার থেকে সরকারি অফিস শুরু হলেও অতিরিক্ত ছুটি নেয়ায় অনেকেই যথাসময়ে কর্মস্থলে হাজির হননি। তাই ক্রমান্বয়েই ঢাকায় ফিরছেন তারা।

এছাড়া দিন যতই গড়াচ্ছে, মানুষের চাপ ততই বাড়ছে রাজধানী ঢাকাতে। সংশ্লিষ্টরা মনে করছেন চলতি সপ্তাহেই যানজটপূর্ণ সেই চিরচেনা রূপ ধারণ করবে এই ব্যস্ত নগরটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ ঘাট ও গাবতলী বাস টার্মিনাল হয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। ঈদের আগে যে গতিতে মানুষ ঢাকা ত্যাগ করেছিলেন ফিরছেনও প্রায় সমান গতিতেই।

এদিকে আজও রাজধানীর রাস্তায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে রাজধানীর এরকম চিত্র আগামী সপ্তাহে পুরোটাই বদলে যাবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G