দাম বাড়লো সোনা ও রুপার

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৮:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

goldধারাবাহিক দর পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো প্রায় ১৫ শ’ টাকা। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াল ৪৬ হাজার ১৪ টাকা।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৬ হাজার ১৪ টাকা (প্রতি গ্রাম ৩ হাজার ৯৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৩ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৭ হাজার ২৬৬ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি ভরি সনাতনি স্বর্ণের দাম বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার ৫৪৪ টাকা।

বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকায় বিক্রি হয়। এছাড়া সনাতনি প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ২৪ হাজার ৮৬ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ৫৯ টাকা বাড়িয়ে এক হাজার ১০৮ টাকা করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মেহেদি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G