ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে স্বাগতিক কাতার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আজ সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে হার হজম করেছে।
আসরের উদ্বোধনী ম্যাচে কাতার ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। আর সেনেগার হেরেছে আগের ম্যাচে, আজ জিতে ২ ম্যাচে ৩ পয়েন্ট জমা করেছে।
ম্যাচে একক আধিপত্য বিস্তার করেই জিতেছে সেনেগাল। তবে কাতারের রক্ষণ দেয়াল ভাঙ্গতে ৪১ মিনিট অবদি অপেক্ষা করতে হয়। সেনেগালের বাউলাইলের দেয়া গোলে ৪১ মিনিটে সেনেগাল ১-০ গোলে লিড নেয়।
তবে দ্বিতীয়ার্ধে গোলের সংখ্যাটা বেড়ে যায় কাতারের ডিফেন্সের ভূলে। ম্যাচের ৪৯ মিনিটে ফারামার করলেন দ্বিতীয় গোল (২-০)। কিন্তু কাতারের পক্ষে সান্তনার গোল এনে দিলেন মোহাম্মদ মুনতারি। ম্যাচের ৭৮ মিনিটে স্বাগতিক দলের পক্ষে বিশ্বকাপে এটাই প্রথম গোল অর্জন। আর ম্যাচের ৮৪ মিনিটে সেনেগালের ডিঙ্গ করলেন দলের পক্ষে তৃতীয় গোল (৩-১)। অতিরিক্ত সময়ে আর কোন গোল হয়নি।
সূত্র : ফিফা